এটা একটা অসাধারণ ওয়ালেট। বিভিন্ন শোরুমে আমি বিভিন্ন রকমের ওয়ালেট দেখেছি যেগুলোর দাম ১২ থেকে ১৪০০ টাকা। এই ওয়ালেট হাতে পাওয়ার পর মনে হল ওই ওয়ালেট গুলোর চেয়ে অনেক ভালো। যদিও আমি বিভিন্ন সাইট থেকে কেনাকাটা করি। কোন সাইটে আমি রিভিউ করি না। আজকে আমি রিভিউ করছি কারণ আমি যে টাইপের ওয়ালেট পেয়েছি অন্যজনকে অবশ্যই এটা জানানো দরকার যেন এটা কিনে উপকৃত হয়। ধন্যবাদ অতিভুজ ডট কম কে অসাধারণ একটি মানিব্যাগ দেওয়ার জন্য । আরো ধন্যবাদ কথার সাথে কাজের মিল থাকার জন্য।
Grade
Rihab hasan
2023-09-11
সত্যিই মানিব্যাগ টা অনেক সুন্দর৷ চামড়ার তৈরি। অতিভুজ ডট কম থেকে প্রথম অর্ডার এই অনেক ভালো একটা মানিব্যাগ পেলাম।